খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৫:০০| আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৫:১৬
অ- অ+

জেলকোড অনুযায়ী কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়-দায়িত্ব সরকারের- এমন মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘সরকার খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছে। প্রত্যেক নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে সুযোগ না দেয়া চরম নিষ্ঠুরতা ও মানবতাবিরোধী অপরাধের শামিল। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে, এতে খালেদা জিয়ার মৃত্যু হলে সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

মঙ্গলবার দুপুরে সৈয়দপুর কাঁচা লংকা রেস্টুরেন্টে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে নীলফামারী জেলা লেবার পার্টি আয়োজিত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবীরা চোখে সরষেফুল দেখছে। নিত্যপণ্যের বাজারে আগুন দাউ দাউ করে জ্বলছে। এতে সাধারণ মানুষ পুড়ে ছারখার হচ্ছে, তা দেখার কেউ নেই। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের মিল নেই। বেতন না বাড়লেও দ্রব্যমূল্য আকাশচুম্বী। দফায় দফায় চাল-ডাল-তেল- পেঁয়াজ-চিনির দাম বেড়ে এখন নাগালের বাইরে।’

সংগঠনের জেলা সভাপতি এস এম ওয়াসিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহমান, সহ-সভাপতি মোকসেদ আলী, মো. ফারুক আহমেদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, মো. সোহেল রেজা, জেলা সদস্য মো. শাহিন, দুলাল চন্দ্র রায়, মো. আরফান হোসেন, মোহাম্মদ হাসান জামিল, মোসা. মুক্তা আক্তার, মো. নয়ন মিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
মেঘনায় অনুমোদনহীন ডেন্টালে জীবাণুযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, ছড়াচ্ছে হেপাটাইটিস বি
ই-হজ সিস্টেমে ভিসা বাতিল করার অপশন চালু
পাকিস্তানি বিনোদন অঙ্গনের ওপর কঠোর সিদ্ধান্ত নিল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা