খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২০:৫৫ | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৬:১৫
বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া (ফাইল ফটো)

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিদে না দিলে পরিণতি ভালো হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার কিছু হলে এর সমস্ত দায় দায়িত্ব সরকার নিতে হবে। আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত করার সুযোগ নেই, তাকে বিদেশে চিকিৎসা না দিতে গেলে পরিণতি ভালো হবে না।’

মঙ্গলবার বিকালে বিএনপি চেয়াপারসনের গুলশান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এক বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এত অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য তিনি দিতে পারেন। যে ভাষায় তিনি গতকাল (সোমবার) কথা বলেছেন এর নিন্দা জানানোর ভাষা নেই। প্রধানমন্ত্রীর কথায় প্রমাণ হয় দেশে তিনি যা চান তাই হয়।’

খালেদা জিয়া আদালতের দণ্ডপ্রাপ্ত হওয়ায় তিনি বিদেশ চিকিৎসা নিতে পারবেন না সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আসামিদের বিদেশ চিকিৎসার দৃষ্টান্ত নতুন না ইতিপূর্বে দেশে এবং বিদেশে এরকম দৃষ্টান্ত রয়েছে। সরকারের সদিচ্ছা এবং প্রকৃত মানবাধিকারবো থাকলে এটা সম্ভব। ওয়ান-ইলেভেন সরকারের সময়ে জরুরি আইনের মধ্যেও শেখ হাসিনা একজন ওয়ারেন্টের আসামি হয়েও বিদেশে চিকিৎসা নিয়েছেন। এখন তারাই খালেদা জিয়ার ব্যাপারে আইনের ভুল ব্যাখ্যা করছেন।’

‘জেএসডি নেতা আসম আব্দুর রব দণ্ডপ্রাপ্ত হয়ে জার্মানিতে চিকিৎসা নিতে গিয়েছেন। পাকিস্তানের নেওয়াজ শরীফকেও দণ্ডপ্রাপ্ত থাকা অবস্থায় ইমরান খানের সরকার বিদেশ চিকিৎসার সুযোগ দিয়েছে।’

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে গণতান্ত্রিক সকল প্রক্রিয়া অব্যাহত থাকবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার দেশনেত্রীর উন্নত চিকিৎসা করতে দিচ্ছে না। আমরা গণতান্ত্রিক উপায়ে নিয়মতান্ত্রিক ভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। জনগণের আন্দোলনে এই সরকারের পতন ঘটবে। তখন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত হবে।’

মির্জা ফখরুলের কাছে সাংবাদিকের প্রশ্ন ছিল—খালেদা জিয়াকে জেলে রেখে বা অসুস্থ রেখে কোনো শর্তের বিনিময়ে বিএনপি আগামী নির্বাচনে যাবে কি না।

জবাবে বিএনপি মহাসিচব বলেন, ‘পরিষ্কার কথা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, কোনো শর্ত বা আপসের প্রশ্নেই আসে না।’

অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করবো, নিয়মতান্ত্রিকভাবেই আন্দোলন করবো। এরপরও যদি সরকার বাধা দেয়, তাহলেও আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাবো।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/জেবি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ: অলি

ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে: ছাত্রশিবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :