সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করে, তাদের সুবিধার বিষয়টিও দেখতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৩, ১৭:১০| আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৯:০৫
অ- অ+

সাংবাদিকদের সুবিধার বিষয়ে খেয়াল রাখতে গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করে। তাদের তাদের সুবিধার বিষয়টিও দেখতে হবে।

শুক্রবার গণভবনে সাংবাদিকদের বেতন ভাতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফরের সার্বিক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন যোগদিতে যান প্রধানমন্ত্রী। ১৭-২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশন যোগদান ছাড়াও অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় যোগ দেওয়া

প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড করে দিয়েছি। বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব ওয়েজবোর্ড কার্যকর করা। বেসরকারি টেলিভিশনের মালিকদের বলব, শুধু টাকা কামালে হবে না। সাংবাদিক যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, তাদের সুযোগ সুবিধার বিষয়টিও দেখতে হবে।

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ সরকার টেলিভিশন-রেডিও বেসরকারিভাবে উন্মুক্ত করে দিয়েছে। এজন্য অনেকের কাজের সুযোগ হয়েছে।

আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের মনোনয়ন নিয়ে তিনি বলেন, যারা জনগণের কাছে জনপ্রিয় এবং যার গ্রহণযোগ্যতা বেশি তারাই মনোনয়ন পাবে। যারা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে, তাদের বিষয়টি মাথায় রাখি।

সংবাদ সম্মেলনে উপস্তিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/জেএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা