ভারত-অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়ে যারা এগিয়ে
২০২৩ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর কিছু সময় পরেই মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এই দুই পরাশক্তির লড়াই দেখতে মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব। এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ভারত বিশ্বকাপে এসেছে তারা।
অন্যদিকে এখন পর্যন্ত দুটি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ভারত। তারা সর্বশেষ শিরোপা জিতেছে ২০১১ সালে। এবার যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে তাই ভারত চাইছে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলতে।
রবিবার (৮ অক্টোবর)। চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
এখন পর্যন্ত বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া একে অপরের সঙ্গে ১২বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে মাত্র ৪টিতে জিতেছে ভারত। বাকি ৮টি ম্যাচে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া।
ওয়ানডেতে ভারত ও অস্ট্রেলিয়া প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৮০ সালে। সেই থেকে এখন পর্যন্ত ১৪৯টি ওয়ানডে খেলেছে তারা। যেখানে জয়ের পাল্লাটা ভারী অজিদের দিকে। ৫৬ ম্যাচে হারের বিপরীতে ৮৩ ওয়ানডেতে জিতেছে তারা। রবিবারের ম্যাচটি হবে দুদলের ১৫০তম ওয়ানডে।
সবশেষ পাঁচ দেখায়ও এগিয়ে অস্ট্রেলিয়া। যেখানে অজিদের তিন জয়ের বিপরীতে ভারতের জয় দুটি।
ওয়ানডেতে মুখোমুখি দেখায় দুদলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান শচীন টেন্ডুলকারের। ৭১ ম্যাচে ৩ হাজার ৭৭ রান করেছেন তিনি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানেও আছেন দুজন ভারতীয়। রোহিত শর্মা ২ হাজার ৩৩২ রান ও বিরাট কোহলি করেছেন ২ হাজার ২২৮ রান। রিকি পন্টিং অজিদের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ১৬৪ রান করেছেন। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে স্টিভ স্মিথ ১ হাজার ২৬০ রান করেছেন।
উইকেট শিকারের দিক দিয়ে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে সেরা পাঁচে আছেন কেবল মোহাম্মদ শামি। ২৪ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া অ্যাডাম জাম্পা ২১ ম্যাচে ৩৪, রবীন্দ্র জাদেজা ৪২ ম্যাচে ৩৪ ও কুলদীপ যাদব ২০ ম্যাচে ২৯ উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ৫৫ উইকেট নিয়ে সবার শীর্ষে ব্রেট লি।
(ঢাকাটাইমস/০৮অক্টোবর/এনবিডব্লিউ)