কিশোরগঞ্জে ট্রাকের চাপায় ৪ জনের প্রাণহানি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ১৯:৫৯| আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২০:০১
অ- অ+

ড্রামট্রাকের চাপায় কিশোরগঞ্জের হোসেনপুরে ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বীর হাজীপুর গ্রামের ফালান মোড়লের ছেলে মিজানুর রহমান (২৮) ও সদর উপজেলার কামালিয়াচর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আলম মিয়া (২৪)। বাকি দুইজনের মধ্যে একজন বৃদ্ধ ও আরেকজন মাদরাসা পড়ুয়া ছাত্র। তবে নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, দুপুর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত হন আরও দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

এ ঘটনায় ড্রামট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মায়ের মৃত্যুতে মাহমুদুর রহমানের বাড়িতে গেলেন মির্জা ফখরুল
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
শেখ হাসিনা পালানোর আগে স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা