টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

জয়ের ধারায় ফিরতে মরিয়া পাকিস্তান বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এবারের বিশ্বকাপে দুদলের দুরকম চিত্র। টানা দুই হারে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া সবশেষ ম্যাচে জয়ে ফিরেছে। আর প্রথম দুই ম্যাচে জয়ের পর হারের তিক্ততা পেয়েছে পাকিস্তান। সেমিফাইনালের দৌড়ে থাকতে এ ম্যাচটা গুরুত্বপূর্ণ দুদলের জন্যই।
পাকিস্তানের একাদশে আজ একটি পরিবর্তন এসেছে ভারতের বিপক্ষে হারের পর। শাবাদ খানের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন উসামা মীর। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশ্যাগনে, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।
(ঢাকাটাইমস/২০অক্টোবর/এনডব্লিউবি)

মন্তব্য করুন