রাজবাড়ীতে মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান বরখাস্ত
রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসক আবু কায়সার খান বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ মো. ওয়াহিদুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে সদ্য বহিষ্কৃত মুলঘর ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামন পত্র প্রাপ্তির সত্যতা স্বীকার করেছেন।
এর আগে ১২ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত একটি পত্রে তাকে বরখাস্ত করা হয়। ওই পত্রে বলা হয়, ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামান বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূত মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়।
ওই চেয়ারম্যানের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। পরে স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
(ঢাকাটাইমস/২০ অক্টোবর/ইএইচ)