মঠবাড়িয়ায় লিগ্যাল এইডের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৩, ২১:২২

পিরোজপুরের মঠবাড়িয়ায় গরিব, অস্বচ্ছল, অসহায় ও নির্যাতিত মানুষদের বিনা খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহা. মহিদুজ্জামান।

উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, বিশেষ অতিথি পিরোজপুর যুগ্ম জেলা ও দায়রা জজ কে এম মহিউদ্দিন, লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সুলতান আহামুদ মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাংবাদিক মজিবর রহমান, ইসরাত জাহান মমতাজ প্রমুখ।

সভায় উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, ১১ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সুধীজন, এনজিও কর্মী ও গণমাধ‌্যমকর্মীরা উপস্থিত ছি‌লেন।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :