মঠবাড়িয়ায় লিগ্যাল এইডের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৩, ২১:২২
অ- অ+

পিরোজপুরের মঠবাড়িয়ায় গরিব, অস্বচ্ছল, অসহায় ও নির্যাতিত মানুষদের বিনা খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহা. মহিদুজ্জামান।

উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, বিশেষ অতিথি পিরোজপুর যুগ্ম জেলা ও দায়রা জজ কে এম মহিউদ্দিন, লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সুলতান আহামুদ মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাংবাদিক মজিবর রহমান, ইসরাত জাহান মমতাজ প্রমুখ।

সভায় উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, ১১ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সুধীজন, এনজিও কর্মী ও গণমাধ‌্যমকর্মীরা উপস্থিত ছি‌লেন।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা