ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে ১৫ মরদেহ উদ্ধার, চাপা পড়ে আছে আরও অনেক

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৯:১৩ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৩, ১৭:২৬

কিশোরগঞ্জের ভৈরবে একটি মালবাহী ট্রেনের সঙ্গে এগারসিন্দুর এক্সপ্রেস গোধুলীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে।

চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। এতে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার ৪টার দিকে ভৈরবের রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। ধারণা করা হচ্ছে সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :