সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৩৪| আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৩৭
অ- অ+

জাতীয়তাবাদ দল বিএনপি ও জামায়াতে ইসলামীর এক দফা দাবি আদায়ের দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে শান্তি মিছিল করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দলটির নেতাকর্মীরা অবরোধ বিরোধী মিছিলটি করেন।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে মহাসড়কের শিমরাইল মোড় থেকে মৌচাক বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে মিছিলে বিভিন্ন বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দেওয়া হয়।

অবরোধ বিরোধী শান্তি মিছিলে নেতাকর্মীরা স্লোগানে বলেন, আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সর্বদা বিএনপির নৈরাজ্য মোকাবেলায় প্রস্তুত রয়েছি। বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য একে এম শামীম ওসমানের নির্দেশনায় সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই দেশ বিরোধীদের নৈরাজ্য মোকাবিলা করা ঘোষণাও দেন তারা।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা