বিএনপির দুই নেতা চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৯:১০ | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৩, ১৯:০৫

পুলিশের কাজে বাধা দিয়ে বাহিনীর সদস্যদের আহত ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানার এক মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারকে আটদিন ও শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহীনকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের এসআই আবুল বাসার। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারকে মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে এবং শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহীন ওরফে গাণ্ডু শাহীন ওরফে ফালতু শাহিনকে কলাবাগান থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৯ অক্টোবর গোয়েন্দা বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোক্তারুজ্জামান হাতিরঝিল থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২৮ অক্টোবর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ডাকা মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনের সময় খবর পান, হাতিরঝিল থানাধীন মগবাজার রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করছেন। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য মগবাজার ওয়ারলেস রেলগেটসংলগ্ন ৫০৭ নাবিল ফুড দোকানের সামনে রাস্তার ওপর উপস্থিত হলে উত্তেজিত বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে লাঠি, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রকাশ্যে ভোট: ইসিতে ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এমপি হাফিজ

সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি: নজরুল ইসলাম খান

‘ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল 

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

আ.লীগই ষড়যন্ত্র করে: সালাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :