জোটবদ্ধ ও এককভাবে নির্বাচন করবে আ.লীগ, ইসিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৩, ১৫:৫২| আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৬:১২
অ- অ+

আওয়ামী লীগ জোটবদ্ধ ও একক দুইভাবে নির্বাচন করবে। এতথ্য জানিয়ে নির্বাচন কমিশনকে ইতোমধ্যে চিঠি দিয়েছে দলটি।

শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এতথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। সেখানে আমরা বলেছি আওয়ামী লীগ জোটবদ্ধ ও একক দুইভাবে নির্বাচন করবে। কোন আসনে আসনে জোটবদ্ধ, কোন আসনে একক সেটা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বর জানাব।

বিপ্লব বড়ুয়া বলেন, মনোনয়ন বিক্রির প্রথম দুই ঘণ্টায় প্রায় সাড়ে তিন শ মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ-৩ আসনে দলীয় সভাপতি শেখ হাসিনা ও নোয়াখালী-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, অনলাইনেও মনোনয়ন বিক্রি হচ্ছে। সেখানে কয়টি হয়েছে তা সন্ধ্যায় জানানো হবে। প্রাথমিকভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন মনোনয়ন ফরম কেনা ও বিক্রির সিদ্ধান্ত হলেও প্রয়োজন সময় বাড়ানো হতে পারে। যদি সময় বাড়ানো হয় তাহলে জানানো হবে।

শনিবার সকাল ১১ টায় দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি চলে যাওয়ার পর নেতাকর্মীদের জন্য উম্মুক্ত করে দিলে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বাড়ে।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/জেএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা