নাটোরে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন

​ নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৬
অ- অ+

নাটোরে গভীর রাতে পার্কিং করা মুক্তিসেনা নামে একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে শহরের ভবানীগঞ্জ এলাকায় বাসটিতে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেলে করে এসে মুক্তিসেনা নামে দাঁড়িয়ে থাকা ওই বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের লোকজন আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মুক্তিসেনা বাসের চালক মো. প্রিন্স বলেন, ‘বাসটির মালিক বীর মুক্তিযোদ্ধা এনায়েত রাব্বি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। মুক্তিসেনা নামের ওই বাসটি শনিবার রাত সাড়ে ৭টার দিকে ভবানীগঞ্জ এলাকায় সোনারতরী হোটেলের সামনে গ্যারেজ করে বাড়ি চলে যাই। ভোরে খবর পেয়ে এসে দেখি গাড়িটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।’

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দুর্বৃত্তদের শনাক্ত করাসহ তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

এদিকে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল নাটোরে শুরু হয়েছে ঢিলেঢালাভাবে। রবিববার সকাল থেকে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো বাস নাটোর ছেড়ে যায়নি।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা