বিশ্বকাপের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতটুকু? যা বলছে আবহাওয়া তথ্য

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৩, ১৩:০৬| আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৩:৩৮
অ- অ+

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ঘরের মাঠে ১০ ম্যাচে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করা ভারত অজিদের হারিয়ে নিশ্চিত করতে চায় হ্যাটট্রিক বিশ্বকাপ শিরোপা। অন্যদিকে অজিদের লক্ষ ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ডাবল হ্যাটট্রিক শিরোপা জয় করা।

বাংলাদেশ সময় বেলা আড়াইটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ক্রিকেটপ্রেমীদের আগ্রহের তুঙ্গে আজকের এই ম্যাচটি। দুই দলের হাড্ডা-হাড্ডি লড়াই দেখতে মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা। তবে ভক্তরদের মনে শঙ্কা বেরসিক বৃষ্টি ভাসিয়ে নিয়ে যাবে না তো আজকের ম্যাচ। যদিও পুরো বিশ্বকাপজুড়ে বৃষ্টি বাগড়া দেয়নি বেশি, তারপরও ফাইনাল ম্যাচ বলেই দুশ্চিন্তা ভক্তদের।

তবে তাদের সেই দুশ্চিন্তা নিমিষেই শেষ করে দিতে পারে আবহাওয়া সংক্রান্ত খবর। কেননা খেলা চলাকালে আহমেদাবাদে মেঘ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে!

আহমেদাবাদের আবহাওয়ার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনে রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশ থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সন্ধ্যায় দিকে কিছুটা আর্দ্রতা বাড়তে পারে।

এছাড়া স্টেডিয়াম এলাকায় বাতাসের আর্দ্রতা মোটামুটি ৩৯ শতাংশ থাকতে পারে। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৯ কিলোমিটার। তবে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ঘিরে বৃষ্টির কোনো শঙ্কা নেই।

একইসঙ্গে এদিন রাতের দিকে আহমেদাবাদে শিশির পড়ার সম্ভাবনাও প্রবল। সে কারণে পরে ব্যাট করা দল ওই সময় কিছুটা সহায়তা পেতে পারে। এ নিয়ে গতকাল অজি অধিনায়ক প্যাট কামিন্সও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘এই শহর ও ভেন্যুতে অন্যগুলোর তুলনায় বেশি কুয়াশা থাকবে মনে হচ্ছে। মাঠে নামার আগে এটি অবশ্যই আমাদের বিবেচনায় রয়েছে এবং এটি বেশি প্রভাব রাখতে পারে ম্যাচের শেষের দিকে। তবে এটি বলা কঠিন বোলিংয়ে কেমন সহায়তা পাওয়া যাবে, সম্ভবত প্রথম ২০ ওভারে কিছুটা সুইং থাকবে।’

চলতি বিশ্বকাপে বৃষ্টির তেমন বাধা দেখা যায়নি। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে ভালোভাবে সেটি শেষ হয়েছে। এর আগে কয়েকটি ম্যাচের আগের রাতে বৃষ্টি বা আকাশে মেঘ থাকলেও খেলা চালিয়ে নিতে অসুবিধা হয়নি।

এ দিকে ফাইনাল ম্যাচে বৃষ্টির কারণে আজকে খেলা শেষ না হলেও রাখা হয়েছে রিজার্ভ ডে। সোমবার (২০ নভেম্বর) রাখা হয়েছে ফাইনাল ম্যাচের রিজার্ভ ডে। এর আগে সেমিফাইনাল ম্যাচেও একদিন করে রিজার্ভ ডে রাখা ছিল। তবে সেগুলোতে নির্ধারিত দিনেই খেলা শেষ করা গেছে।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে দিনে কতটুকু পানি পান করলে শরীর সুস্থ থাকবে
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা