আইসিসির বিশ্বকাপ একাদশ প্রকাশ

দেড় মাসের জমজমাট ব্যাট-বলের লড়াই শেষে পর্দা নেমেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। যেখানে ফাইনালে স্বাগতিক ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের শুরু থেকে দারুণ পারফর্ম করেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পায়নি ভারত। তবে টুর্নামেন্টজুড়েই ভারতীয় ব্যাটার-বোলাররা দারুণ ক্রিকেট উপহার দিয়েছেন। অন্যদিকে, হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিয়েছে অজিরা। তাই বিশ্বকাপের সেরা একাদশে যে ফাইনালিস্ট দুই দলের খেলোয়াড়দের আধিক্য থাকবে তা বলাই বাহুল্য।
ভারত ফাইনালে হেরে গেলেও আইসিসির বাছাইকৃত সেরা একাদশে ভারতীয়দের একক আধিপত্য দেখা যাচ্ছে। সেরা একাদশে ছয়জনই ভারতীয়। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে আছেন মাত্র দুজন। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে একজন করে জায়গা পেয়েছেন সেরা একাদশে। টুয়েলভম্যান হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েতজি। ঘোষিত দলে চমক ছিল রাচীন রবীন্দ্রের না থাকা। এমনকি লোকেশ রাহুলের থাকা নিয়েও উঠেছে প্রশ্ন।
ওপেনার হিসেবে থাকছেন দুই বিধ্বংসী ক্রিকেটার কুইন্টন ডি কক এবং রোহিত শর্মা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন এই দুইজন। দুইয়ে থাকা রোহিতের রান ৫৯৭। আর তিনে থাকা ডি ককের রান ৫৯৪। দুজনের দায়িত্ব থাকবে ভালো শুরু এনে দেওয়ার।
তিনের জায়গাটায় নিশ্চিত বিরাট কোহলি। স্বপ্নের মত এক টুর্নামেন্ট কাটিয়েছেন তিনি। শচীনের গড়া রেকর্ড ভেঙেছেন। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন। এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের নতুন রেকর্ডের মালিক হয়েছেন। ৭৬৫ রানের ট্যালি তাকে এনে দিয়েছে টুর্নামেন্ট সেরার সম্মান।
৫৫২ রান করা ড্যারেল মিচেলকে রাখা হয়েছে এই একাদশে। তবে পুরো টুর্নামেন্টে আলো ছড়ানো রাচীন রবীন্দ্রের জায়গা হয়নি এতে। একাদশে উইকেটরক্ষকের দায়িত্ব দেয়া হয়নি লোকেশ রাহুলকে। ৪৫২ রান করা এই ব্যাটার বেশ কিছু ম্যাচেই নিজের নামের সুবিচার করেছেন। ব্যাটার হিসেবেই জায়গা পাচ্ছেন তিনি।
লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব থাকছে গ্লেন ম্যাক্সওয়েল এবং রবীন্দ্র জাদেজার হাতে। স্পিন বোলিং অলরাউন্ডার আর লোয়ার মিডল অর্ডারের ভারসাম্য রক্ষা করবেন এই দুজন। ম্যাক্সওয়েল থাকবেন ফিনিশিং রোলে। আফগানিস্তানের বিপক্ষে তার ২০১ রানের ইনিংস এই বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
জাসপ্রিত বুমরাহ, দিলশান মাদুশাঙ্কার পাশপাশি পেস বোলিংয়ে থাকবেন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী মোহাম্মদ শামি। দিলশান তার ২১ উইকেটের জন্য জায়গা পেলেও, বুমরাহ জায়গা করে নিয়েছে ইম্প্যাক্টফুল বোলিংয়ের জন্য। আর স্কোয়াডে একমাত্র স্পিনার অ্যাডাম জাম্পা। ১১ ম্যাচে তার উইকেট ২৩টি।
টুয়েলভম্যান: এইনরিখ নরকিয়ার অবর্তমানে দক্ষিণ আফ্রিকা দলে একজন আগুনে বোলারের কমতি ছিল। সেই অভাব পূরণ করেছেন তরুণ কোয়েতজি। গোটা টুর্নামেন্টে গতির ঝড় তুলেছিলেন কোয়েতজি, ৮ ম্যাচে শিকার করেছেন ২০ উইকেট। ২৩ বছর বয়সী এই বোলার ১৯.৮০ গড় ও ৬.২৩ ইকোনমি রেটে এই উইকেট শিকার করেছেন।
(ঢাকাটাইমস/২০ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন