গোপালগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যু

গোপালগঞ্জে দ্রুতগামী ট্রাকচাপায় জসিম মোল্যা (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয় তার স্ত্রী ও ৪ বছরের সন্তান। সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ব্যবসায়ী জসিম মোল্লা সদর উপজেলার ঘোষগাতি থেকে মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তান নিয়ে শশুর বাড়ি উলপুরে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই জসিম মোল্লা নিহত হয় এবং স্ত্রী আফসানা বেগম ও মেয়ে রিয়া মনি গুরুতর আহত হয়।
হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও পালিয়েছে চালক ও হেলপার।
(ঢাকা টাইমস/২১নভেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন