মাদারীপুরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে দুজনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ১৬:৫২
অ- অ+

মাদারীপুরের শিবচরে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো দুজনে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে চিকিৎসাধীন একজন মারা যায়। এর আগে ভোরে ঘটনাস্থলে গণপিটুনিতে মারা যায় একজন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নিহতরা হলেন শিবচর উপজেলার সম্ভুব গ্রামের মির্জন খালাসী (৪২) ও সদর উপজেলার ছিয়ারচর ইউনিয়নের হাসমত বেপারী (৪৩)।

এদিকে সকালে সন্দেহজনক চলাফেরা করায় সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামালকে (৬৫) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে নিহত হাসমতের মেয়ে তার বাবার মৃত্যুর পেছনে ষড়যন্ত্রের দাবি করেন।

এ ব্যাপারে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাইনুল ইসলাম বলেন, ভোররাতে দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম বলেন, দুপুরে হাসমত আলী নামে একজনকে সদর হাসপাতালে আনা হয়। মূলত তাকে আনার আগেই মারা গিয়েছিল। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

শিবচর থানার এসআই গুলজার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনি। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপরজন সদর হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। সকালে স্থানীয়দের সহায়তায় আরও দুজনকে আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা