ভৈরবের মহাসড়কে পণ্যবাহী পরিবহন চলাচল বাড়ছে

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৩, ১৩:৫৫

ভৈরবের ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যাত্রীবাহী পরিবহনের ছেড়ে পণ্যবাহী পরিবহন বেশি চলাচল করছে । তবে এলাকায় অবরোধের কোনো কর্মসূচি দেখা যায়নি।

বিএনপি-জামাতের ডাকা ৬ষ্ঠ দফা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে যাত্রীবাহী ব্যক্তিগত পরিবহন, সিএনজি ও পণ্য বাহী পরিবহনের চলাচলা বেশি রয়েছে।

তবে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের প্রচুর ভিড় রয়েছে। তারা সড়কে বাস কম চলাচল করায় ছোট পরিবহন সিএনজিতে ছড়ে যার যার গন্তব্যস্থলে যাচ্ছেন।

ভৈরবের সাপ্তাহিক বাজার থেকে কাপড় কিনে নরসিংদীতে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড এলাকায় এসেছেন বাছির মিয়া। তিনি বলেন, অবরোধের কারণে সড়কে দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি খুব কম চলছে। তবে সড়কে সিএনজি রয়েছে। এখন বাড়তি ভাড়া দিয়ে সিএনজি দিয়ে নরসিংদীতে যেতে হবে।

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা পরিবহনের চালক কুদ্দুস মিয়া বলেন, কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসছি। সড়কে দুরপাল্লার তেমন যাত্রী নেই।

তবে আশা করছি ভৈরব থেকে কিছু যাত্রী ও মালামাল পাওয়া যাবে।

অপরদিকে ঢাকাগামী হবিগঞ্জ থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের চালক রফিক মিয়া বলেন, পেটের দায়ে তো গাড়ি নিয়ে সড়কে বের হতে হয়। তাই সকালেই যাত্রীর উদ্দেশ্যে বের হয়েছি। তবে দূরপাল্লার যাত্রী খুব কম। আশেপাশের যাত্রী পাওয়া যাচ্ছে। অবরোধের প্রথম দিনে সড়কে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি বলে তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস পরিবহনের সহকারী বলেন, যেহেতু অবরোধ সেজন্যই সড়কে যাত্রী কম থাকবেই। তবে আমরা সকালেই সড়কে বাস নিয়ে বের হয়েছি। এখান থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিব।

এ দিকে বেলা ১১টার দিকে ভৈরব দুর্জয় মোড়ে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ প্রতিরোধে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ অবস্থান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু , উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন, অরুন আল আজাদ প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, ভৈরবের আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিরোধে রাজপথে অবস্থান করছি। যাতে ভৈরবের লোকজন নির্ভয়ে চলাচলা করতে পারে। ভৈরবে অবরোধের কোন প্রভাব নেই সড়কে সকল প্রকার যান চলাচল করছে।

উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন বলেন, ভৈরবের মাটিতে অতীতেও বিএনপি কোনো কর্মসূচি দিতে পারেনি, এখনো পারবে না। ভৈরবের রাজপথ আওয়ামী লীগের দখলে সব সময়ই ছিলই ভবিষ্যতেও থাকবে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া ট্রেন

‘৭ জানুয়ারি আ.লীগ প্রার্থীকে জেতাতে অপকর্ম করেছি’, আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল

পিরোজপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রশ্নফাঁসে জড়িত ডা. তারিমের ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

পূবাইলে পানি ও খাবার স্যালাইন বিতরণ

চাঁদপুরে ইলিশ ধরার প্রস্তুতি জেলেদের

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা যশোরে

সিলেটের ৪ উপজেলায় ২৫ চেয়ারম্যান প্রার্থী, ৯ জন স্বশিক্ষিত

পাইনাপেল সিল্ক উৎপাদনে আমাদের সহযোগিতা থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :