পূবাইলে রেললাইনের পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৩, ১৬:৫৯
অ- অ+

গাজীপুরের মহানগরের পূবাইল থানার তালটিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে রহিম (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নগরীর ৪২নম্বর ওয়ার্ডের তালটিয়ার রবি টাওয়ারের পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রহিম নাটোর সদর থানার কাঠালবাড়িয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে।

জানা গেছে, সকালে ৯টার দিকে খবর পেয়ে পূবাইল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রেল পুলিশকে খবর দিলে নরসিংদী রেলওয়ে স্টেশন ফাঁড়ি পুলিশের এস আই কার্ত্তিক দাস মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির এস আই কার্ত্তিক দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

রহিমের বড় ভাই কাউসার জানান, তার ছোট ভাই রহিম পূবাইলের তালটিয়া এলাকায় ফারুকের লেদমেশিনের ওয়ার্কশপে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছিল।ওই দোকানেই রাতে ঘুমাতো।

লেদমেশিনের ওয়ার্কশপের মালিক ফারুক জানান, কিভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না।

(ঢাকা টাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
তেহরিক-ই-তালেবান পাকিস্তানে সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা