লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ইস্কান্দার মির্জা শামীম

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৩, ২৩:৫৬
অ- অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি। ইস্কান্দার মির্জা শামীম বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা।

গত রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় রামগতি-কমলনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইস্কান্দার মির্জা শামীম ঢাকাটাইমসকে বলেন, রামগতি-কমলনগরের মানুষ সুবিধাবঞ্চিত। আমি এ জনপদের মানুষকে স্বপ্ন দেখাচ্ছি। দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে জয় লাভ করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করবো। আশা করি দল আমার উপর আস্থা রাখবে।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
কোরবানির পশুর হাট সড়কে বসানো যাবে না
ট্রাম্পের যে কৌশলে থেমে যায় পাকিস্তান-ভারত যুদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা