লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ইস্কান্দার মির্জা শামীম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি। ইস্কান্দার মির্জা শামীম বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা।
গত রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় রামগতি-কমলনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইস্কান্দার মির্জা শামীম ঢাকাটাইমসকে বলেন, রামগতি-কমলনগরের মানুষ সুবিধাবঞ্চিত। আমি এ জনপদের মানুষকে স্বপ্ন দেখাচ্ছি। দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে জয় লাভ করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করবো। আশা করি দল আমার উপর আস্থা রাখবে।
(ঢাকাটাইমস/২২ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন