মাদক আসছে লাশবাহী গাড়িতে!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৩, ১৫:২৩
অ- অ+

লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১৪৪ বোতল ফেনসিডিল জব্দসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত লাশবাহী গাড়িটি জব্দ করা হয়।

র‍্যাব ১০-এর উপপরিচালক আমিনুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালী থানার বদরপুর গ্রামে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে। একপর্যায় মাদক পরিবহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়িটি থামিয়ে এর চালক ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং যাওয়ার গন্তব্য জানতে চাইলে তারা অসংলগ্ন কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের নাম ও ঠিকানা প্রকাশ করে এবং তাদের গাড়িতে ফেনসিডিল আছে বলে স্বীকার করে। পরে গাড়ির ভেতর থেকে প্লাস্টিকের বস্তার মধ্যে দুই লাখ ৮৮ হাজার টাকা মূল্যের সর্বমোট ১৪৪ বোতল ফেনসিডিল জব্দ ও ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুল সবুর (৪২) ও মো. তহিদুল ইসলাম (৩৫)।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে লাশবাহী ফ্রিজিং গাড়িতে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এইচএম/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা