মাদক আসছে লাশবাহী গাড়িতে!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৩, ১৫:২৩

লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১৪৪ বোতল ফেনসিডিল জব্দসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত লাশবাহী গাড়িটি জব্দ করা হয়।

র‍্যাব ১০-এর উপপরিচালক আমিনুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালী থানার বদরপুর গ্রামে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে। একপর্যায় মাদক পরিবহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়িটি থামিয়ে এর চালক ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং যাওয়ার গন্তব্য জানতে চাইলে তারা অসংলগ্ন কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের নাম ও ঠিকানা প্রকাশ করে এবং তাদের গাড়িতে ফেনসিডিল আছে বলে স্বীকার করে। পরে গাড়ির ভেতর থেকে প্লাস্টিকের বস্তার মধ্যে দুই লাখ ৮৮ হাজার টাকা মূল্যের সর্বমোট ১৪৪ বোতল ফেনসিডিল জব্দ ও ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুল সবুর (৪২) ও মো. তহিদুল ইসলাম (৩৫)।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে লাশবাহী ফ্রিজিং গাড়িতে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এইচএম/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এক সপ্তাহে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ: শিক্ষামন্ত্রী

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব নয়: ইসি আলমগীর

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: আইএইএ প্রধানকে পররাষ্ট্রমন্ত্রী

রেয়াতি সুবিধা বাতিলের প্রতিবাদ, রেলের ভাড়া বাসের চেয়ে কম রাখার দাবি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন চালু, ৩ জেলায় সতর্কতা 

বাড়ল হজ ভিসার আবেদনের সময়

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ

ঝড়ের আশঙ্কায় সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: পরিবেশমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :