তর্ক হতেই পিস্তল বের করে গুলি ছুড়লেন আ.লীগ নেতা

রাজধানীতে স্থানীয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে তর্কের একপর্যায়ে লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি ছোড়েন এক আওয়ামী লীগ নেতা। তার আগ্নেয়াস্ত্রটি জব্দ করেছে শাহবাগ থানা পুলিশ। তবে এ বিষয়ে কোনো মামলা হয়নি।
গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগসংলগ্ন ‘রসনাবিলাস রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটলেও আলোচনায় আসে বৃহস্পতিবার।
পুলিশ সূত্র জানিয়েছে, গুলি ছোড়ার অভিযোগে শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেনের আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মোশাররফ বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়।
গুলি ছোড়ার সময় ঘটনাস্থলে ছিলেন শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন কোতোয়ালসহ কয়েকজন নেতাকর্মী।
স্থানীয়রা জানান, পরপর দুটি ফাঁকা গুলি ছোড়েন মোশাররফ। খবর পেয়ে পুলিশ গুলির খোসা উদ্ধার করে। পরে রাতে শাহবাগ থানায় স্থানীয় কাউন্সিলর (ঢাকা দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ড) আসাদুজ্জামানের উপস্থিতিতে পুলিশ কর্মকর্তারা দুই পক্ষের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, মোশাররফ হোসেনের পিস্তলটি লাইসেন্সকৃত। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি এবং উভয়পক্ষ সমঝোতা করায় মামলা হয়নি।
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/আরআর/কেএম)

মন্তব্য করুন