সোনারগাঁয়ে প্রেসিডেন্ট পার্টি সেন্টার উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘প্রেসিডেন্ট রুফ টপ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার উদ্বোধন করেছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
শুক্রবার সন্ধ্যায় আইয়ুব প্লাজার ৫ম তলায় প্রেসিডেন্ট রুফ টপ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়।
রেস্টুরেন্টের খাবারের মেনুতে রয়েছে থাই চাইনিজ, কন্টিনেন্টাল, মেক্সিয়াম, ইন্ডিয়ান এবং সিফুডসহ অনেক রকমের খাবার।
উদ্ধোধনকালে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাবু, সোনারগাঁ পৌর জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, কমিশনার শাহজালালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন