ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম খান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে শিবচরের মাদবরচরের গোলচক্কর এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শিবচরের মাদবরচরের মুদি ব্যবসায়ী হিরু খানের ছেলে ও মাদবরচর আর এম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, ইব্রাহিম তার দুই বন্ধুর সঙ্গে মাদবরচরের গোলচক্কর এলাকার রেললাইনে ঘুরতে গিয়ে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
শিবচর থানার এসআই শোভন বলেন, অসাবধানতাবশত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ইব্রাহিমের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/পিএস/ইএইচ)

মন্তব্য করুন