শীত নামবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে

তানিয়া আক্তার, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ২২:৩৯
অ- অ+

চলছে হেমন্তকাল। ডিসেম্বরের ৩ তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। দেশে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে। সেই সময় থেকেই শীত নামবে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন একাধিক আবহাওয়াবিদ। তারা বলছেন, দেশের একেক জায়গায় একেকভাবে কমতে শুরু করবে তাপমাত্রা। রাজধানী ঢাকায় ১৪ ডিসেম্বর থেকে শীত নামবে।

আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা টাইমসকে বলেন, শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের ৩ তারিখের আগে তাপমাত্রা কমবে না। এরপর থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে রাজধানীতে এখন থেকে রাতে শীত অনুভত হচ্ছে। এ বিষয়ে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘ঢাকা এবং টাঙাইলে প্রতিবারই ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকে। বৃহম্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা দুপুর ৩ টায় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিলো। এই তাপমাত্রা কমতে কমতে সকাল ৬ টায় এসে নেমে ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা যেহেতু ২৯ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রিতে নেমে আসে সেহেতু ভোর থেকে সকাল পর্যন্ত হালকা শীত এখনও অনুভত হয়।

তবে সারাদেশে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীত নামলেও রাজধানীতে কিছু সময় পরে শীত নামবে। সেক্ষেত্রে ঢাকায় যেহেতু এখন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে যদি ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে শীতের অনুভূতি হতে পারে। ডিসেম্বরের ১৪ তারিখ থেকে ঢাকায় শীত অনুভত হতে পারে। তবে ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলেও জানান এই আবহাওয়াবিদ।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রবিবার দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা টাইমসকে বলেন, সমুদ্রে যখন লঘুচাপ তৈরি হয় সেখানে তাপমাত্রা বেশি থাকে। ফলে সমতলেও শীতের অনুভতি বোঝা যায় না। লঘুচাপ শেষ হলেই রাতের তাপমাত্রা কমতে থাকবে। আগামী রবিবার দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপ সৃষ্টি হলে পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে। ফলে সুস্পষ্ট লঘুচাপের পর নিম্নচাপ হতে পারে। কারণ অক্টোবর ও নভেম্বর হলো সাইক্লোন পিরিয়ড। তাই সাইক্লোন হতেও পারে।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/টিএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা