রামগঞ্জে শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ২২:৪২
অ- অ+

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বৃত্তি প্রদান ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

শনিবার মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ্ উদ্দিন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।

বিশেষ অতিথি ছিলেন- মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মমিনুল হক, লক্ষ্মীপুর হলি গার্লসের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন, ইসলামী ব্যাংক মোহাম্মদিয়া বাজার স্বত্বাধিকারী জামসেদ উল্যাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিকাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, রামগঞ্জ মেনস্ আইয়ের স্বত্বাধিকারী ইউসুফ হোসেন, রংধনু শিল্পী গোষ্ঠীর পরিচালক আমজাদ হোসেন ও কালিকাপুর মডেল এগ্রিকালচারাল কলেজের শিক্ষক আনোয়ার হোসেন।

অনুষ্ঠান শেষে অতিথি সম্মাননা স্মারক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অক্সফাম ও ওয়াটারএইড ‘অনির্বাণ –রাইজ অ্যান্ড লিড’ শীর্ষক  উদ্যোগ চালু করল
সুপ্রিম কোর্টে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, নিরাপত্তা জোরদার
সোনারগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে প্রক্সি দলিল লেখকের দাপট
বোয়ালমারীতে বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভেঙে দিল ছাত্র-জনতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা