রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ১২:২৪

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এসময় আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৩৩১ পিস ইয়াবা, ১’শ ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১৭ দশমিক ৫ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ৯৯ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা রুজু হয়েছে।
(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/এসএম)

মন্তব্য করুন