সঙ্গিনীর খোঁজে ২ হাজার কিলোমিটার পাড়ি দিল বাঘ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৩:৩১ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ১৩:১৭

নিরাপদ আশ্রয় ও সঙ্গিনীর খোঁজে ২ হাজার কিলোমিটার পাড়ি দিল ভারতের মহারাষ্ট্রের ব্রহ্মপুরী এলাকার তাডোবা জঙ্গলের একটি পুরুষ বাঘ। পথে জলাশয়, নদী, ধানী জমি, রাস্তা, মানুষ্য বসতি পেরিয়ে বাঘটি টানা হেঁটে ৪টি রাজ্য পেরিয়ে ওড়িশায় পৌঁছায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাঘটি সম্পর্কে প্রথমদিকে কিছু জানা যায়নি। কারণ তার গলায় রেডিও কলার পরানো ছিল না। সাধারণত এক এলাকা থেকে অন্য এলাকায় ঢুকে পড়া বাঘের সন্ধান মেলে তাদের গলায় রেডিও কলার থেকে। রেডিও কলার পরানো থাকলে সহজেই বাঘের গতিবিধির ওপর নজর রাখা যায়। তবে এক্ষেত্রে বাঘটির ডোরার প্যাটার্ন দেখে তাকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

বাঘ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাঘটির ২ হাজার কিলোমিটার যাত্রাপথে লোকালয় পড়েছে। কিন্তু তা সত্ত্বেও সে কাউকে হামলা করেনি। বিশেষজ্ঞদের মতে, এই সময় বাঘ সাধারণত হামলা করে না।

ওড়িশার বন কর্মকর্তারা জানিয়েছেন, এই সময় সাধারণ ওড়িশায় ছত্তিশগড় থেকে বাঘেরা আসে। কিন্তু এই প্রথম পশ্চিমের কোনো রাজ্য থেকে এতটা পথ পাড়ি দিয়ে পূর্বের রাজ্যে বাঘ এল।

এক বন কর্মকর্তা জানান, জুন-জুলাই মাসে সাধারণত বাঘেরা ওড়িশায় আসে। পরে আবার তারা সেপ্টেম্বর নাগাদ মহেন্দ্রগিরি রেঞ্জে ফিরে আসে।

উল্লেখ্য, ২০২২ সালের বাঘশুমারি অনুয়ায়ী, ওড়িশায় বাঘের সংখ্যা ২০।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমআর/এআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

ফের রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন মিখাইল মিশুস্টিন

ইসরায়েল সম্ভবত গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

ভারী বৃষ্টিপাতে আফগানিস্তানে আকস্মিক বন্যা, নিহত অন্তত ৬০

বিশ্ব ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে: মাহমুদ আব্বাস

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব পাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :