পাশের চেয়ে ফেল ৪ গুণ বেশি, সমালোচনার ঝড়

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ২৩:১৬
অ- অ+

কিশোরগঞ্জের ইটনা উপজেলার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার পাশের হার মাত্র ২০.১২ শতাংশ। এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে পুরো উপজেলায়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষার ৫১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৫১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ১০৩ জন এবং পাশের হার ২০.১২ শতাংশ। গত বছর শিক্ষা প্রতিষ্ঠানটিতে পাশের হার ছিল ৮২ শতাংশ।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক, সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে, অন্যদিকে ক্ষুব্ধ এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কলেজটা সাবেক রাষ্ট্রপতির নামে তৈরি, এলাকার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষকরা খেলে ধুলে পড়াশোনা করাচ্ছে। মনে চাইলে কলেজে আসে আবার কলেজে আসলেও ক্লাসে আসে না। শিক্ষার্থীরা কলেজে গিয়ে ঘুরাঘুরি-আড্ডা দিয়ে চলে আসে এই বিষয়ে কারো কোনো দায়িত্ব নাই।

নাম প্রকাশে অনিচ্ছুক দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থীরা জানায়, আমরা কলেজে যায় কিন্তু স্যাররা ক্লাসে আসে না। স্যার না থাকলে আমরা কিভাবে ক্লাস করবো। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে চলে যায়। কোন শিক্ষক কোন বিষয়ে পড়াবেন ঐটাও জানে না অনেক শিক্ষার্থী।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন জানান, এই বছর পাশের হার কম হয়েছে। গতবছর আমাদের কলেজ ভালো রেজাল্ট করে। আশা করছি আগামীতে আবারো ভাল রেজাল্ট করবে।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক
খুলনায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে অগ্নিসংযোগ
ড্রেজিং কাজে পাঁচদিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরিঘাট
পোপ হলেন উত্তর আমেরিকান রবার্ট প্রিভোস্ট, বিশ্ব নেতাদের অভিনন্দন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা