বরিশাল-৪ আসনে পছন্দের প্রার্থী নৌকা পাওয়ায় আ. লীগের বাঁধভাঙা উল্লাস

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২২:৪৯ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ২২:৪১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ ও কাজীরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শাম্মি আহমেদ জানানোর পর উল্লাসে ফেটে পড়েন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এত আনন্দ, এত উচ্ছ্বাস জীবনের সবচেয়ে বড় আনন্দ উপলক্ষ্য এখানকার আওয়ামী লীগের পছন্দের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ নৌকার টিকেট পেয়েছেন। তাই নেচে-গেয়ে এই বাঁধ-ভাঙা আনন্দে মেতেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বাধ ভাঙা উল্লাসই বলে দেয় এখানকার আওয়ামী লীগ যেন কারাগারের ভেতরে ছিলো আর জিম্মিদশা থেকে তাদের মুক্তি মিলেছে। দীর্ঘ এক যুগ পর স্থানীয় আওয়ামী লীগ বাধ ভাঙা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। তবে এই আনন্দের মাঝেও তাদের হৃদয়ের যে ক্ষতের দাগ তা এক মুহূর্তের জন্যও ভুলে যাননি তারা। তাদের মতে দলীয় ১২ জন নেতাকর্মীর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে শুভক্ষণ। গত ১০ বছরে নিপীড়ক পংকজ নাথের কাছে আওয়ামী লীগ ছিলো জিম্মি, খুন, জখম, মিথ্যা মামলা-হামলা, দখল, স্বঘোষিত কমিটি, দুই উপজেলাসহ ১৪টি ইউপি নৌকা ডুবানোর অভিযোগ তার বিরুদ্ধে। আওয়ামী লীগের ঐক্যবদ্ধ প্রতিরোধে নিপীড়ক চূর্ণ বিচূর্ণ হয়েছে। তাই তো তাদের উল্লাসটা একটু বেশি।

এদিকে সন্ধ্যায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পাতারহাট বন্দরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেমহুনী চত্বরে পথ সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর।

উপস্থিত ছিলেন- উপজেলা, পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও একটি পৌরসভাসহ ১৭টি ইউনিয়নেও একই সময় আনন্দ মিছিল করে আওয়ামী লীগ।

(ঢাকা টাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুন্দরবনের আগুন নেভেনি, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

বগুড়ায় বসতবাড়ি‌তে বি‌স্ফোরণে আহত বুশরা মারা গে‌ছেন

অনলাইন ডেলিভারি ম্যান সেজে গাজা পাচার, আটক ১

চাটখিলে এমডির বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ

গাজীপুরে রেল দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বরিশালে তুচ্ছ ঘটনায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাকের অভিযোগ কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে

খাবারে নেশাদ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি, ৩ জন অসুস্থ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :