সংসদ নির্বাচনে অংশ নিতে

বিভিন্ন জেলা ও উপজেলা পরিষদের ৩০ চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ০৩:০৩
অ- অ+

পদত্যাগ করেছেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পরিষদের ৩০ জন চেয়ারম্যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেই তারা পদ ছেড়েছেন বলে জানা গেছে। স্থানীয় সরকার বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। প্রার্থী হতে এরই মধ্যে ১ শতাংশ ভোটারের সইও সংগ্রহ করেছেন।

স্থানীয় সরকার বিভাগের একটি দায়িত্বশীল সূত্র ঢাকা টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, পদত্যাগের সংখ্যা আরও বাড়তে পারে।

পদত্যাগকারীদের বেশির ভাগ এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে কয়েকজন চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে আছেন চট্টগ্রামের পটিয়া, সুনামগঞ্জের শাল্লা, সাতক্ষীরা সদর, ময়মনসিংহের মুক্তাগাছা, কিশোরগঞ্জের করিমগঞ্জের চেয়ারম্যান। নিয়ম অনুযায়ী তারাও পদত্যাগ করেছেন।

রাজবাড়ী-১ আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস। এ আসন থেকে ষষ্ঠবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ দলীয় মনোনয়ন পেয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে তানভীর হাসান ওরফে ছোট মনিরকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার।

এবার প্রথম নৌকা প্রতীক পেয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান। তিনি নির্বাচন করতে পদ ছেড়েছেন।

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী, যশোর জেলা পরিষদের সদস্য আজিজুর ইসলাম পদত্যাগ করেছেন। উপজেলা পরিষদ থেকে পদত্যাগীদের মধ্যে রয়েছেন ঢাকার ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের এস এম আল মামুন, নেত্রকোনার দুর্গাপুরের জান্নাতুল ফেরদৌস, চাঁদপুরের ফরিদগঞ্জের জাহিদুল ইসলাম।

আরও বেশ কয়েকটি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন। তিনি লক্ষ্মীপুর–৩ (সদর) আসন থেকে নির্বাচন করতে চান।

ঢাকাটাইমস/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা