যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ১৭:৩০
অ- অ+

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বক্কর শেখ @ পেটকাটা বক্করকে রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃত বক্কর শেখ পৌর সদরের গুহ লক্ষীপুর এলাকার শেখ সাদেকের ছেলে।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার কে এম শাইখ আকতার।

লে: কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানী ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক বক্কর শেখকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, ফরিদপুর কোতয়ালী থানায় ২০১৫ সালের ৩ মে মাদক মামলা দায়ের করা হয়। এরপর থেকেই বক্কর শেখ পলাতক ছিলেন। মাদক মামলায় বক্কর শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। মামলা রুজুর পর থেকে রাজধানী ঢাকার কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বক্কর। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪ নদীবন্দরে সতর্কতা, দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
বিশ্ব জনসংখ্যা দিবস আজ
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা