সালথায় ১৭ বোতল মদসহ নারী কারবারি গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১২:৩৪| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১২:৩৬
অ- অ+

ফরিদপুরের সালথায় মদসহ রুবিয়া বেগম (৩২) নামে এক নারী কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে ওই নারী মাদককারবারির বাড়িতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি ব্র্যান্ডের ১৭ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।

রুবিয়া বেগম উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের নূর উদ্দিন মোল্যার মেয়ে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, এ ঘটনায় রুবিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। অভিযানের পর থেকে রুবিয়ার মাদক ব্যবসায়ী স্বামী পলাতক রয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/পিএস/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে পরিস্থিতি ভয়াবহ, ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সবাই গোপালগঞ্জে আসুন, বাঁচলে মুজিববাদের কবর রচনা করে ফিরব: সারজিস
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করবে এনসিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা