চাঁপাইনবাবগঞ্জে বিএনএম প্রার্থীর বাড়িতে হামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৩, ২৩:১৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ- ৩ (সদর) আসনের বিএনএম মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল মতিনের বাড়িতে ককটেল হামলা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে পৌর এলাকার পাঠান পাড়ায় আব্দুল মতিনের বাস ভবনে ককটিলটি ছুড়ে মারে দুর্বৃত্তরা। বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়। এসময় ওই বাড়ির বাসিন্দারা আঁতকে ওঠেন। তবে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

মাওলানা আব্দুল মতিন বলেন, ককটেল হামলার সময় পরিকল্পিতভাবে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। নির্বাচন থেকে সরিয়ে দিতে এবং হত্যা করতে এ হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, যত হামলা-মামলা করা হোক আমাকে কোনো পক্ষ নির্বাচন থেকে সরাতে পারবে না। এ ঘটনায় মামলা করবো আমি।

সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/বিবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :