মানিকগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ২০:২৮
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে ইমন খান (১৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর গ্রামের খালেক শেখের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইমন খান উপজেলার ধল্লা ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের উজ্জ্বল খার ছেলে। সে ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর গ্রামের খালেক শেখের ভাড়া বাড়িতে ভাড়া থাকতেন।

মৃত ইমনের নানি জানান, সে মানসিকভাবে অসুস্থ ছিল। আমার নাতির কারো সাথে কোন ধরনের ঝগড়া ছিল না, সে খুব শান্তশিষ্ট ছিল।

মৃত ইমনের বাবা উজ্জ্বল শেখ বলেন, আমাকে কিছুদিন যাবত চাকরির খুঁজে দেওয়ার কথা বলছেন। পরে আমি পিএমকে চাকরির কথা বলেছি আজ চাকরিতে যাওয়ার কথা, বাসায় এসে শুনি আমার ছেলে আর নেই।

সিংগাইর থানার ধল্লা পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, চাকরি না পেয়ে হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইমন প্রাথমিকভাবে জানতে পেরেছি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

(ঢাকা টাইমস/০৫ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা