আজ যশোর মুক্ত দিবস, নানা কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৩
অ- অ+

আজ ৬ ডিসেম্বর (বুধবার) যশোরমুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের এ দিনেই হানাদার মুক্ত হয় যশোর।

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন ছাড়াও জেলা জুড়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসের শুরুতে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় টাউন হল মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়। এছাড়া ৬ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শিশু একাডেমির আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত টাউন হল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে, যশোর মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপশহর এসএম সুলতান ফাইন আর্ট কলেজে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা