সারা দেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি ও এর সমমনা দলগুলোর দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের জানমালের নিরাপত্তায় সারা দেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাসহ সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটি কার্যকর থাকবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। একই কর্মসূচি ডেকেছে জামায়াতে ইসলামী।
বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।
(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এসএম)
মন্তব্য করুন