মাতুয়াইলে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, যাত্রী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৩, ২৩:০৫
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে পেট্রোল বোমায় যাত্রীবাহী একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসান (২৬) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় ওই যাত্রীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বলেন, 'যাত্রাবাড়ী থেকে দগ্ধ হয়ে হাসান নামে এক যুবক আমাদের জরুরি বিভাগে আসে। তাঁর অবস্থা আশঙ্কাজনক না হলেও হাত ও পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আমরা বিষয়টি ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জের মাধ্যমে সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।'

আহত হাসান বলেন, 'বাসটি মাতুয়াইল বাসস্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে পেছনের জানালা দিয়ে কয়েক যুবক একটি পলিথিনে করে পেট্রোল ভেতরে ছুঁড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। অন্যান্য যাত্রীরা সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলেও আমার গাড়ি থেকে নামতে দেরি হওয়ায় আমার পা এবং হাতে আগুন লেগে দগ্ধ হয়। পরে আমার এক আত্মীয়কে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে এসে আমাকে শেখ হাসিনা বার্নে নিয়ে আসে।'

(ঢাকাটাইমস/০৬ ডিসেম্বর/কেএ/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা