মারা গেলেন কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কলেজ শিক্ষার্থী

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২১:৩৫ | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ২১:০২

নেত্রকোণার কেন্দুয়ায় সড়ক দূর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী সজল মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত সজল মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাছার গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে এবং কেন্দুয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ( বিএমএ) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

গত ৩ ডিসেম্বর দুপুরে সাইকেলযোগে বাড়ি থেকে কেন্দুয়া উপজেলা সদরে আসার সময় কেন্দুয়া উপজেলার কান্দিঊড়া ইউনিয়নের কেন্দুয়া-মদন সড়কের কাঞ্জার খাল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ভেকু বহনকারী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সজল মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সজল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

উপজেলার নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কায়সার সজল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভেকুসহ ট্রাকটি আটক করার পর সজলের বাবা এবং ট্রাকের মালিক থানায় এসে আপোষ নামায় সই করেছেন। এ ঘটনায় সজলের বাবা কোনো অভিযোগ করবেন না বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :