ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩:২০

জামালপুরের মেলান্দহ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উন্নয়ন কাজের টেন্ডার জমা দিতে ছাত্রলীগের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রেজিস্ট্রারের কাছে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ওই উন্নয়ন কাজের টেন্ডার স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের দরপত্র জমা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বাধীন ওই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক।

এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক কাউসার আহম্মেদ স্বাধীন মুঠোফোনে বলেন, বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে কিছু দাবি-দাওয়া ছিল। সেই বিষয় কথা বলতে প্রায় শতাধিক শিক্ষার্থী রেজিস্ট্রারের কাছে যায়। এ সময় কয়েকজন লোক রেজিস্ট্রারের কক্ষের সামনে আসেন। তখন শিক্ষার্থীদের মধ্য থেকে কে বা কারা তাদের পাঁচ মিনিট পরে আসতে বলেন। এই নিয়েই তারা অভিযোগ করছে আমার নেতৃত্বে টেন্ডার জমা দিতে বাধা দেওয়া হয়েছে। আসলে ওই শিক্ষার্থীরা তাদের চিনে না। তাই হয়তো বলছে।

এ প্রসঙ্গে মেসার্স শহীদুর রহমান নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শহীদুর রহমান বলেন, ‘ওই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক স্বাধীনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগের নেতাকর্মী টেন্ডার বক্স ঘিরে রেখেছিলেন। তাদের বাধার কারণে আমরা কয়েকজন টেন্ডার জমা দিতে পারি নাই।

এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সৈয়দ ফারুক হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে টেন্ডার স্থগিত করা দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :