ঢাকা-১৭ আসনে জাপার জিএম কাদের নাকি সালমা ইসলাম?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও কো-চেয়ারম্যান সালমা ইসলাম।
এছাড়াও সালমা ইসলাম ঢাকা-১ আসন থেকেও প্রার্থী হয়েছেন। আর জি এম কাদেরও রংপুর-৩ আসন থেকে প্রার্থী হয়েছেন। ঢাকা ১৭ আসন থেকে জাপার দুই হেভিওয়েট প্রার্থী হওয়ায় প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত কে কাকে এই আসনে ছাড় দেবেন?
এ নিয়ে জাপার কো-চেয়ারম্যান সালমা ইসলাম ঢাকা টাইমসকে বলেন, আমি চাচ্ছি ঢাকা-১ আসন থেকে নির্বাচন করতে। আর আমাদের তো এখনও প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে। আর এখনও তো কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
সালমা ইসলাম বলেন, দল আমাকে ঢাকা-১ আসন দিয়েছে। আর আমি ঢাকা- ১৭ আসনের মনোনয়ন ফরম জমা দেওয়ার পর জানতে পেরেছি একই আসন থেকে চেয়ারম্যান জিএম কাদেরও প্রার্থী হয়েছেন। আগে জানলে ১৭ আসনের ফরম নিতাম না। চেয়ারম্যানের সাইন ছাড়া তো কেউ মনোনয়ন নিতে পারে না। আর আমার মনোনয়ন ফরমে তো সাইন চেয়ারম্যানই করেছেন।
জাপার কো-চেয়ারম্যান বলেন, বিগত ১৫ বছর ঢাকা-১ আসনেই ছিলাম। এখানে আমি যথেষ্ট কাজ করেছি। আমার দাবিও ঢাকা-১ এ। আর এখানকার জনগণও আমাকে চাচ্ছেন। জনগণের কথা ভেবেই আমি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সালমা ইসলাম বলেন, ‘মাঠে আমরা নেমেছি, হার-জিত আছেই। ফেয়ার ইলেকশন হলে ইনশাল্লাহ আমি আশাবাদী ঢাকা-১ আসন থেকে পাস করব। আমি বেশিরভাগ প্রস্তুতি নিচ্ছি ঢাকা-১ আসনের জন্যই।’
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দলের আসন বণ্টন নিয়ে কিছুই জানেন না জানিয়ে সালমা ইসলাম বলেন, দল থেকে আমাকে এ ব্যাপারে কিছুই জানায় না।
এ বিষয়ে জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ঢাকা টাইমসকে বলেন, সালমা ইসলাম দুই জায়গা থেকে মনোনয়নপত্র কিনেছেন। আবার চেয়ারম্যানও দুই জায়গার মনোনয়নপত্র নিয়েছেন। তারা দুই জায়গা থেকে নির্বাচন করবেন নাকি এক জায়গা থেকে করবেন এ সিদ্ধান্ত আরও পরে নেব। কে কোথায় থেকে নির্বাচন করবেন এ সিদ্ধান্ত এখনও হয়নি।
(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/টিআই/কেএম)

মন্তব্য করুন