চলন্ত ফেরি থেকে পড়ে নিখোঁজ

বরযাত্রী হয়ে যাওয়া হলো না বৃদ্ধ ফজলুল হকের

​​​​​​​বাগেরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৪
অ- অ+

বরযাত্রী হয়ে একটি বিয়েতে যাচ্ছিলেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জের বৃদ্ধ ফজলুল হক (৭০)। পথিমধ্যে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি তাকে। মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবশত ফেরি থেকে নদীতে পড়ে যান তিনি।

শুক্রবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জের পানগুছি নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফজলুল হক ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

ঘটনার সময় সঙ্গে থাকা তার ছেলে সেলিম শেখ বলেন, আমার শালার বিয়েতে বরযাত্রী হয়ে যাওয়ার পথে ফেরি পারাপারের সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত নদীতে পড়ে যান।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, খবর পেয়ে ট্রলার নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ফজলুল হকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি ফায়ার সার্ভিসের খুলনা কন্ট্রোলকে জানানো হয়েছে। শনিবার সকালেও একটি ডুবুরি দল মোরেলগঞ্জের পানগুছি নদীতে তল্লাশি চালাচ্ছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা