রায়পুরে দুর্নীতিবিরোধী দিবস পালিত
লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।
এর আগে সকাল সাড়ে ১০টায় মার্চেন্টস একাডেমি স্কুলের সামনে থেকে র্যালি বের করে উপজেলা পরিষদের সম্মুখে সমাপ্তি ঘটে।
রায়পুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সায়েম চৌধুরী সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার মনিরা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি রুবিনা আক্তার, সদস্য মোহতাসিন বিল্লাহ প্রমুখ।
(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/ইএইচ)
মন্তব্য করুন