ধামরাইয়ে সরকারি কর্মকর্তাকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৫

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬

ঢাকার ধামরাই উপজেলার উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধামরাই থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ শিরা হাবীব খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

ভুক্তভোগী আতাউর রহমান (৫৮) ঢাকার সবুজবাগ থানার কদমতলা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে। তিনি তিন বছর ধরে ধামরাই উপজেলায় উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুরের মতলব থানার মুক্তার হোসেন (৩৮), বরিশাল সদরের মোহাম্মদ আলী (৪৮), নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার হান্নান ওরফে হানিফ (২৫), বরিশাল সদরের মফিজুল ইসলাম সোহেল (৩৮) এবং চাঁদপুরের মতলব এলাকার আনোয়ার হোসেন (৪৫)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত ২৭ নভেম্বর অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আতাউর রহমান। ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে উঠেন তিনি। ওই প্রাইভেট কারের ভেতরে আগে থেকে যাত্রী বেশে চার জন অপহরণকারী ছিলেন। প্রাইভেট কারে উঠার পর নির্জন স্থানে নিয়ে তার হাত-পা বেঁধে ফেলেন ভেতরে থাকা অপহরণকারীরা। তারপর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আতাউরকে মারধর করে। একপর্যায়ে বিভিন্ন বিকাশ নম্বরে দুই লাখ দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজু মন্ডল বলেন, অপহরণের ঘটনায় ভিকটিম অজ্ঞাতনামাদের আসামি করে ধামরাই থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর পর ডিবি পুলিশের সহায়তায় মোবাইল ট্র্যাকিং করে গাজীপুর হাইওয়ে থানার পাশ থেকে পাঁচ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

নেত্রকোনায় মসজিদের শয়নকক্ষে ইমামকে ছুরিকাঘাতে হত্যা

ঈদে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, নেই অগ্রিম বুকিং

পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী বেশি ভোগান্তি কম, নির্বিঘ্নে পার হচ্ছে ঘরমুখো মানুষ

নিখোঁজের ৩ দিন পর পায়রা নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

লংগদুতে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু, কাপ্তাই লেকে নিখোঁজ ১

বোয়ালমারীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বেনাপোলে যাত্রীদের উপচে পড়া ভিড়, পেট্রাপোল ইমিগ্রেশনে ভোগান্তি চরমে

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা রংপুর সিটি মেয়রের

সখিপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

এসপির নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, দুই যুবক আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :