মির্জাপুরে নার্সিং শিক্ষার্থীর আত্মহত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৩, ২০:২২
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্রী রাখি সরকার (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রেমঘঠিত বিষয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বলেন, বৃহস্পতিবার দুপুরে কুমুদিনী ক্যাম্পাস চত্বরে কলেজের ছাত্রী নিবাসে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে সে আত্মহত্যা করে। শুক্রবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাখি আক্তার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লখন্ড গ্রামের রবীন্দ্রনাথ সরকারের মেয়ে।

কুমুদিনী নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল শেফালী সরকার জানান, চার সহপাঠী এক কক্ষে থাকতেন। অন্য তিন সহপাঠীর অজান্তে রাখি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে তার মুঠোফোনে খুদেবার্তা দেখে প্রেমের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্ত শেষে শুক্রবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক
প্রধান বিচারপতির সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা