হলুদে ছেয়ে আছে দামুড়হুদার মাঠ, বাম্পার ফলনের আশা সরিষা চাষিদের

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৬

ফাগুন আসার আগে পৌষেই বসন্তের ছোঁয়া অনুভব করছে চুয়াডাঙ্গার দামুড়হুদাবাসী। সরিষা ফুলের হলুদ রঙে ছেয়ে থাকা বিস্তীর্ণ মাঠ আর মৌমাছির গুঞ্জনে এ অনুভব করছে দামুড়হুদাবাসী। সকালে সরিষা ফুলের উপর পড়া শিশির কণায় সূর্যের কিরণ সৌন্দর্য বাড়িয়েছে দ্বিগুণ। চারদিকে শুধু হলুদের সমাহার। এ যেন হলুদ চাদর মোড়ানো রূপকথার রাজকুমারী।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিস্তীর্ণ মাঠে সরিষা ফুল এভাবেই সৌন্দর্য ফুটিয়ে তুলেছে স্থানীয়দের মাঝে। মাঠের এ ছবি চোখে মুখে হাসি ফোটাচ্ছে সরিষা চাষিদের। বাম্পার ফলনের সঙ্গে বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা।

তবে আবহাওয়া অনুকূলে না থাকায় গত বছরের চাইতে এবার সরিষার আবাদ কিছুটা কম হয়েছে বলে জানিয়েছে দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের তথ্য মতে,চলতি মৌসুমে উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩১০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবার ৬০ হেক্টর জমির ক্ষেতে সরিষার আবাদ কম হয়েছে।

এবছর কৃষকরা বারি ১৪, ১৫, ১৭ ও ১৮ আর বিনা-৯ ও ৪ জাতের সরিষা আবাদ করেছেন। কয়েকদিনের মধ্যেই সরিষার হলুদ ফুলগুলো থেকে দানা বাঁধা শুরু হবে।

উপজেলার সরিষা চাষিরা জানান, চলতি মৌসুমে সরিষার আবাদ মোটামুটি ভালো হয়েছে। সরিষা চাষে খরচ কিছুটা কম লাভও বেশি হয়। এ বছর বাম্পার ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ার আশা করছি।

দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আবাদের সময় আবহাওয়া অনুকূলে না থাকায় গত বছরের তুলনায় এ বছর ৬০ হেক্টর জমিতে সরিষা কম আবাদ হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে সরিষার আশানুরূপ ফলন পাবেনি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত 

বাসায় ঢুকে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে যা করলেন ডিবি কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :