ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় সহপাঠীকে মারধর ববি ছাত্রদল নেতার

ববি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৫:১১

ফেসবুকে সহপাঠীর স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন শান্তের বিরুদ্ধে।

সোমবার রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডের ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার পর সহপাঠীরা আহতকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঐ শিক্ষার্থীর নাম মো. জাকির হোসেন (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চতুর্থবর্ষের ছাত্র। তাকে এলোপাতাড়ি ভাবে মারধরে অভিযুক্ত শিক্ষার্থীও একই বিভাগের শিক্ষার্থী৷

আহত শিক্ষার্থীর সহপাঠী মুহম্মদ গোলাম রব্বানী জানান, ২৫ ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে আমি ও জাকির ভোলা রোডে বাজার করতে আসি তখন জাকির আমার থেকে একটু দূরে ছিল। হঠাৎ দেখি শান্ত এসে জাকিরকে চোখ বরাবর মারধর শুরু করেছে৷ প্রথমে এসেই বাম চোখে ঘুষি মেরেছে৷ পরে অন্যান্য স্থানে লাথি ঘুষি মারে৷ পরে আমরা গিয়ে মারামারি থামানোর চেষ্টা করেছি৷ আহত অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে তাকে হাসপাতালের চক্ষু বিভাগের ৪র্থ তলায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. জাকির হোসেন বলেন, আরিফ হোসেন শান্তর একটা ফটোতে শুধু ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছি৷ এ নিয়ে ম্যাসেঞ্জারে আরিফ আমাকে গালাগালি করে পরে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি। তাকে বললাম বরিশালে, ভোলা রোড। পরে সে এসেই আমাকে চোখ বরাবর ঘুষি মারে৷ ঘুষি মারার পরপরই আমি মাটিতে পড়ে যাই৷

পরে বুকে কিল ঘুষি মারছে৷ এখনও নাক দিয়ে রক্ত ঝরছে অনবরত৷ রাতে ঘুমাতেও পারিনি৷

অভিযুক্ত শিক্ষার্থী আরিফ হোসেন শান্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে বিভিন্নভাবে সে (জাকির) উসকানি দিয়ে ভোলা রোডের মোড়ে ডেকে নিয়ে হিট করে৷ আমার হাতে কামড় দিয়েছে। নিজের আত্মরক্ষার্থে আমি তাকে মারধর করেছি৷

এ বিষয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের ছাত্র উপদেষ্টা পম্পা রানী মজুমদার বলেন, মারধরের বিষয়টি আমি শুনেছি৷ এ ধরনের ঘটনা কাম্য নয়৷ আমি দুজনের সঙ্গে কথা বলব৷

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো.আব্দুল কাইউম বলেন, রাতে বাংলা বিভাগের এক শিক্ষার্থীর অসুস্থতার জন্য অ্যাম্বুলেন্স সেবা চায়৷ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেই৷ ‘হা হা’ রিঅ্যাক্টকে কেন্দ্র করে ঘটনা ঘটেছিল বিষয়টি জানি না৷ তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো৷

উল্লেখ্য, আরিফ হোসেন শান্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটির সদস্য৷

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল-কলেজ সোমবার বন্ধ, খোলা প্রাথমিক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ঢাকা ও চট্টগ্রামের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী

ঢাকার তাপমাত্রা দেখে সারাদেশে স্কুল বন্ধ করা যুক্তিযুক্ত নয়: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৮তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

তাপপ্রবাহের ঝুঁকির মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৭ শতাংশ

এসএসসি ও সমমানের ফলাফল মে’র দ্বিতীয় সপ্তাহে

এই বিভাগের সব খবর

শিরোনাম :