তারকা ক্রিকেটার সন্দ্বীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পেয়েছেন আদালত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:২৩

নেপালের সাবেক অধিনায়ক সন্দ্বীপ লামিচানকে বলা হয় নেপাল ক্রিকেটের পোস্টার বয়। বিশ্বের বুকে নেপালের ক্রিকেটকে তুলে ধরেছিলেন তিনি। আইপিএলে দিয়ে আলোচনায় আসা এই ক্রিকেটার নেপালের বোলিং আক্রমণের মূল অস্ত্র। এবার এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পেয়েছেন কাঠমান্ডুর জেলা আদালত। ফলে ২৩ বছর বয়সী এই তারকা লেগ-স্পিনার নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড পেতে চলেছেন।

বিচারপতি শিশির রাজ ধাকালের একক বেঞ্চ এই তথ্য জানিয়েছে। জানা গেছে, ওই সময় ভুক্তভোগী নাবালিকা ছিলেন না। আগামী রবিবার পরবর্তী শুনানিতে রায় ঘোষণা হতে পারে লামিচানের বিরুদ্ধে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, বিচারপতি শিশির রাজ ধাকাল লামিচানের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ধর্ষণের সময় ভুক্তভোগী নাবালিকা ছিলেন না। ২০২২ সালের ২১ আগস্ট কাঠমান্ডুর একটি হোটেল রুমে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। যার জেরে তাকে কারাভোগও করতে হয়েছে। নেপাল দল থেকেও তাকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে জামিনে ছাড়া পাওয়ার পর ফের জাতীয় দলে ঢোকেন তিনি।

এক কিশোরীর করা ধর্ষণের মামলায় গত বছরের ৭ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি হয় ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে। এরপরই তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে নেপাল ক্রিকেট বোর্ড (সিএএন)। অবশ্য পরবর্তীতে ১৫ হাজার ৩০০ ডলারের বিনিময়ে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হলেও চূড়ান্ত রায়ের আগে তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে অবশ্য সেই বাধাও পার হয়ে দেশের বাইরে খেলেছেন লামিচানে।

উল্লেখ্য, ২০১৮ সালে অভিষেকের পর ৫১টি ওয়ানডে ও ৫২টি-টোয়েন্টি খেলেছেন লামিচানে। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২১০টি। তাছাড়া অভিযুক্ত হওয়ার আগে বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই তিনি ছিলেন নিয়মিত মুখ। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল ও সিপিএলে তাকে নিয়মিত অংশগ্রহণ করতে দেখা যেত।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :