ট্রলারযোগে প্রধানমন্ত্রীর জনসভায় গেলেন মাদারীপুরের নেতাকর্মীরা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৪:২৮ | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৪:২৪

প্রথমবারের মতো মাদারীপুরের কালকিনিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উৎসবের আমেজ বিরাজ করছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে। শেখ হাসিনাকে এক নজরে দেখার জন্য সড়ক পথের পাশাপাশি নদী পথেও কালকিনি পৌঁছেছেন নেতাকর্মীরা।

শনিবার সকাল ১০টার দিকে মাদারীপুরের ট্রলারযোগে আড়িয়াল খাঁ নদ পড়ি দিয়েছেন তারা। সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন থেকে যাত্রা করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় নদীর ঢেউয়ের গুঞ্জন আর নেতাকর্মীদের নৌকার পক্ষে স্লোগান মিলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুন্সি অর্ধশত ট্রলারে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে কালকিনির উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় প্রতিটি ট্রলারে শোভা পাচ্ছিল মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবাহান মিয়া গোলাপের ব্যানার। দীর্ঘদিন পর এমন দৃশ্য উপভোগ করেছেন সাধারণ মানুষও।

নজরুল ইসলাম মুন্সি বলেন, ‘সবাই তো গাড়িযোগে জনসভায় আসছে। আমরা নেতাকর্মীদের একটু ভিন্ন আমেজ দিতে ট্রলার নিয়ে এসেছি। আমার ইউনিয়নের প্রায় দুই হাজার লোক ট্রলারে করে এসেছে। সকলে এটি উপভোগ করেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টায় কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন।

মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ড.আবদুস সোবহান মিয়া গোপাল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এই আসনের বর্তমান সংসদ সদস্য। অন্যদিকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে মাঠে রয়েছেন।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত 

বাসায় ঢুকে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে যা করলেন ডিবি কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :