২০০৮ সালে নির্বাচিত হয়ে দেশ কলঙ্কমুক্ত করেছি: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৯| আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৫:২৮
অ- অ+

গোপালগঞ্জের কোটালিপাড়ায় নির্বাচনি জনসভায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সালে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দেশকে কলঙ্কমুক্ত করেছি।

শনিবার দুপুরে কোটালিপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ১৫ আগস্ট হত্যার বিচার করতে গিয়ে অনেক বাধা এসেছে। মামলার রায়ের দিন বিচারক যেনো কোর্টে উপস্থিত না হতে পারে সেজন্য হরতাল ডেকে খালেদা জিয়া বাধা দিয়েছিল। এ বিচার করতে গিয়ে অনেক বাধা এসেছে।

এরআগে বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সেখানে জনসভা শেষে দুপুরের দিকে কোটালিপাড়ায় আসেন। শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেন। কোটালীপাড়া এসেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন তিনি।

কোটালিপাড়ার জনসভায় প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানসহ পাকিস্তানি দোসরদের চক্রান্তে ১৫ আগস্ট আমরা আপনজন হারিয়েছিলাম। আমাদের দাঁড়ানোর জায়গা ছিল না। আমি খুনিদের বিচার করেছি। আমাকে অনেকেই তখন বলেছিল তুমি পারবে না, তোমাকেও ওরা মেরে ফেলবে। আমি বলেছি, জীবনের মায়া করি না। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে যাব। বিচারহীনতার সংস্কৃতি এ দেশে চলতে পারে না। খুনিদের বিচার এ দেশে হবে।

শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন। এরপর জিয়াউর রহমান তা বন্ধ করে দিয়েছিলেন। জাতির পিতা যাদের কারাগারে ভরেছিলেন, জিয়াউর রহমান তাদের মুক্তি দিয়েছেন। যারা পাকিস্তান চলে গিয়েছিল তাদের সেখান থেকে ফিরিয়ে এনে মন্ত্রী বানায়, গাড়িতে পতাকা তুলে দেয়।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা